চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাট উপজেলার কৃতি সন্তান জাপানের বাংলাদেশস্থ হেলিয়স হোল্ডিং কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর, শ্রীকুটা বাজার কমিটির সভাপতি ও জনমত নিউজের উপদেষ্টা এম এ মালেক কোম্পানির কাজে থাইল্যান্ড গমন করেছেন। গত ১৫ নভেম্বর বুধবার তিনি কোম্পানির একটি কনফারেন্সে যোগ দিতে সেখানে গমন করেন। উক্ত কনফারেন্সে যোগ দিতে থাইল্যান্ড গেছেন পেট্রো বাংলার প্লানিং ডাইরেক্টর, কর্ণফূলি গ্যাস কোম্পানির প্রজেক্ট ডাইরেক্টর সহ হেলিয়স হোল্ডিং কোম্পানির কর্মকর্তাবৃন্দ। যাবতীয় কাজ শেষে তিনি আগামী ১৯ নভেম্বর দেশে ফিরবেন।