নবীগঞ্জ প্রতিনিধি : “শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ” এই শ্লোগানকে সামনে রেখে নবীগঞ্জে ধারাবাহিকভাবে চলছে স্পট মিটারিং কার্যক্রম। গতকাল সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার দেবপাড়া ইউনিয়নের ৮৬ জন গ্রাহককে স্পট মিটারিং এর কার্যক্রম সেবা প্রদান করা হয়েছে। নবীগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের আয়োজনে ও ডিজিএম আব্দুল বারীর সার্বিক তত্ত্বাবধানে গ্রাহকদের আবেদনের সাথে সাথে সংযোগ দিয়ে দ্রুত সেবা দেওয়া হয়।