মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে বিদ্যালয়ের সাইনবোর্ড লাগাতে গিয়ে বিদ্যূৎপিষ্ট হয়েছে এক স্কুল ছাত্র।
বুধবার (২৯ নভেম্বর) দুপুরে পৌর শহরের কালি মন্দির এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, উপজেলার পশ্চিম মাধবপুর এলাকার শাহজাহান মিয়ার ছেলে উপজেলা আদর্শ নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্র মাহবুব ওইদিন বিদ্যালয়ের কিছু সাইনবোর্ড লাগাতে কালি মন্দির এলাকায় গিয়ে একটি খুটিতে উঠে লাগানোর সময় বিদ্যূৎপিষ্ট হয়। এতে তার শরীর বিভিন্ন জায়গা পুড়ে যায়।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা সদর হাসপাতলে নিয়ে গেলে কতৃব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে।
আদর্শ নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব শাহিন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।