মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে মাদক ব্যবসায়ী ফয়সলের ছুরিকাঘাতে রুবেল (১৬) নামে কিশোর গুরুতর আহত হয়েছে। এঘটনায় মাদক ব্যবসায়ী ফয়সলকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার দুপুরে উপজেলার মনতলা কলেজ রোডে এ ঘটনা ঘটে। আহত ফয়সল উত্তর আফজলপুর গ্রামের ইউনুছ মিয়ার ছেলে।
মনতলা তদন্ত কেন্দ্রের সহকারী উপপরিদর্শক জালাল আহম্মেদ জানান, মাদক ব্যবসায়ী ফয়সল পূর্ব বিরোধের জের ধরে রুবেল মিয়াকে ধারালো ছোরা দিয়ে আঘাত করে।
মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডাঃ কিশলয় জানান- আঘাত গুরুতর। তাকে আশংকাজনক অবস্থায় ঢাকায় রেফার করা হয়েছে।