চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাট পৌরসভার ৯নং ওয়ার্ডের ধলাইপাড় গ্রাম থেকে বাল্লারোড পর্যন্ত ৩১ লাখ টাকা ব্যায়ে রাস্তার আরসিসি ডালাই কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১১টায় উক্ত পাকাকরণ কাজের উদ্বোধন করেন চুনারুঘাট পৌরসভার মেয়র মোঃ নাজিম উদ্দিন সামছু। এ সময় উপস্থিত ছিলেন চুনারুঘাট পৌরসভার ইঞ্জিনিয়ার আবু ওবাইদুর রহমান, সহকারী ইঞ্জিনিয়ার লাকী আক্তার, ঠিকাদারী প্রতিষ্ঠান চৌধুরী ট্রেডার্সের ঠিকাদার মাজেদুল হোসেন লুবন, যুবলীগ নেতা খোকন চৌধুরী, কাউন্সিলর কুতুব উদ্দিন, শাহেনা আক্তার, আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপির সেক্রেটারী কামরুল হাসান শামীম, সেলিম ও হামিদ প্রমুখ। উল্লেখ্য, চুনারুঘাট পৌরসভায় নগর উন্নয়ন প্রকল্প থেকে ৩১ লাখ ১৭ হাজার টাকা ব্যায়ে প্রায় ১ কিলোমিটার কাজ সম্পন্ন করা হবে।