নিজস্ব প্রতিনিধি : মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আপনার একটু সাহায্যে পেলে বেচে থাকতে পারে মোঃ সফু মিয়া (২৬)। তিনি চুনারুঘাট উপজেলার দিমাগুরউন্ডা গ্রামের মোঃ চাঁন মিয়ার তৃতীয় সন্তান। সফু দীর্ঘদিন যাবৎ মরনব্যাধি ক্যান্সারে রোগে আক্রান্ত। বর্র্তমানে তিনি তার সহায় সম্বল চিকিৎসাখাতে ব্যায় করে মৃত্যুর প্রহর গুনছেন। ক্যান্সার আক্রান্ত হওয়ার পর গত ৩১ জুলাই ২০১৪ সালে তিনি প্রথম চিকিৎসা শুরু করেন। প্রথমে সিলেট ও পরবর্তীতে ঢাকায় চিকিৎসা করাতে যান। এতে সফু মিয়া জমি, বাড়ি ও একটি ব্যাটারিত চালিত টমটম বিক্রি করে চিকিৎসা শুরু করেন। এ বছরের ২০১৭ জানুয়ারি মাসে পারিবারিক পরামর্শে কলকাতার টাটা মেমোরিয়াল ক্যান্সার হাসপাতালে যান। সেখানে দালালের খপ্পরে পরে অল্প কিছু দিন চিকিৎসা করে টাকা শেষ হওয়ার বাড়ি ফিরে আসেন। বর্তমানে তিনি কলোন ক্যান্সার প্রতিষ্ঠাতা সার্জন ডাঃ একেএম ফজলুর রহমান এর তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। চিকিৎসক জানিয়েছেন উন্নত চিকিৎসার জন্য কমপে ৫/৬ ল টাকার প্রয়োজন। কিন্তু দরিদ্র পিতার সন্তান অসহায় সফু মিয়ার পে এত টাকা যোগার করা সম্ভব না। তাই তিনি সমাজের বিত্তবানদের কাছে নিরুপায় হয়ে সাহায্যে চেয়েছেন। আপনার একটু সহযোগীতার হাত বাড়ালে ক্যান্সার আক্রান্ত সফু মিয়া হয়তো নতুন জীবন ফিরে পেতে পারে। আসুন আমরা ক্যান্সার রোগীর সাহায্যে হাত বাড়িয়ে দেই। সাহায্য পাঠানোর ঠিকানাঃ-মোঃ সফু মিয়া, হিসাব নং-১০২৪১০১২০৫১৯৮,পূবালী ব্যাংখ, চুনারুঘাট শাখা। বিকাশ পার্সোনাল নাম্বারঃ০১৭৪৬৮৫৯৫৩৭, যোগাযোগের নাম্বারঃ-০১৭৪৬৮৫৯৫৩৭। বিস্তারিত জানতেঃ-মোঃ মনিরুজ্জামান, ০১৭৩০৯২৩২৩২।