নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জ সদর উপজেলার হাতিরথানে বিপিএল জুয়াকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে ইউপি মেম্বারসহ ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, বিপিএল খেলা চলাকালীন ওই গ্রামের সুমন মিয়া ও একই গ্রামের লিটন মিয়া বাজি ধরে। বাজির টাকা ভাগাভাগির জেরে তাদের মধ্যে হাতাহাতি হয়। এক পর্যায়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ইউপি মেম্বার আলাউদ্দিন মিয়া সহ ১০ জন আহত হন।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, বিপিএলের ক্রিকেট খেলায় জুয়া নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে।