নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর, দীঘলবাগ এলাকা থেকে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯। এসময় তাদের কাছ থেকে উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়।
সোমবার (১১ ডিসেম্বর) সকাল ১১টার দিকে জেলা পুলিশ সুপার বিধান ত্রিপুরা জানান, র্যাব- ৯ এর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণপুর থেকে আটক করে সদর থানায় সোপর্দ করে। এ সময় তাদের কাছে থেকে লিফলেট ও জেহাদি বই উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেন- হাজী আব্দুল কদ্দুছ (৫০),আবুল কালাম (৫০),আব্দুর নুর (৪৫),নজরুল ইসলাম (৪৫) ও রুহুল আমীন (২৮)।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি ইয়াছিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের দুপুরে আদালতে পাঠানো হবে। তাদের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে মামলা দায়ের করেছে।