মোঃ আব্দুল হক রেনু, শায়েস্তাগঞ্জ : অগ্রহায়নের টানা ৪দিনের অবিরাম বৃষ্টির ফলে শায়েস্তাগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার কৃষকদের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। গত শুক্রবার হতে রবিার পর্যন্ত টানা ৪দিন মাঝে মধ্যে মাঝারি ও ভারী বর্ষণের ফলে কৃষকদের ফসলের নীচু মাঠ গুলো পানিতে তলিয়ে গেছে। এতে আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। সরজমিনে দেখা যায়, শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ইউনিয়ন, ব্রাহ্মণডুরা ইউনিয়ন, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন, শায়েস্তাগঞ্জ পৌরসভা, শায়েস্তাগঞ্জের পার্শ্ববর্তী লস্করপুর ইউনিয়ন, উবাহাটা ইউনিয়নের আমন ধানের অনেক ফসলের নীচু মাঠ বৃষ্টির পানি জমে ফসল তলিয়ে গেছে। এতে নষ্ট হয়ে যাচ্ছে অনেক ফসলের মাঠ। আর এতে করে বিপাকে পড়েছেন কৃষকরা। অনেক কৃষকরা ধান কেটে বাড়িতে রেখে দিয়েছেন কিন্তু বৃষ্টির কারণে তা ঘরে উঠাতে পারছেন না। আবার অনেকেই মাঠে ধান কাটার অপেক্ষাও করছেন। একদিকে বাড়িতে অন্যদিকে মাঠে দুদিকেই ফসলের ক্ষতির শিকার হচ্ছেন কৃষকরা। ফলে কৃষকরা পড়েছেন বিপাকে। অপর দিকে শাক-সবজির চাষ করেও বিপাকে পড়েছেন শায়েস্তাগঞ্জ ও এর আশপাশের কৃষকরা। সবচাইতে বেশী বিপাকে পড়েছেন আলো চাষীরা। অনেকেই বীজ মাঠে রোপন করেছেন কিন্তু সেগুলি অতি বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে। কেউ কেউ আলো রোপনের জন্য মাঠ তৈরি করে রেখেছেন কিন্তু বৃষ্টির কারণে রোপন করতে পারছেন না। আবার কেউ কেউ লাল শাক, মুলা, ফুল কপি, লাউ, কোমড়া, টমেটো, ধনিয়া, মরিচ, পেঁয়াজ, রসুন, ভুট্টা ইত্যাদি সদ্য বুনেও বিপাকে পড়েছেন। সাগরে উঠা চাপের ফলে অতিবৃষ্টিতে এসব নষ্ট হয়ে যাচ্ছে। শায়েস্তাগঞ্জের উলুকান্দি গ্রামের সারাজ মিয়া নামে এক কৃষক অনেক কষ্টে জানান, অগ্রহায়ন মাসে এমন বৃষ্টি জীবনেও দেখিনি।