নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে সামছু মিয়া (২৮) নামে এক ছিনতাইকারীকে এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১১ ডিসেম্বর) বিকেলে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোকলেছুর রহমান এ দণ্ডাদেশ দেন।
সামছু মিয়া উপজেলার পশ্চিম মাধবপুর এলাকার মৃত আবদুল ওয়াহাব মিয়ার ছেলে।
জানা যায়, ছিনতাইকারীর অভিযোগে দুপুরে মাধবপুর বাজার থেকে তাকে আটক করে পুলিশ। বিকেলে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় তিনি দোষ স্বীকার করলে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোকলেছুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।