নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলায় বিদ্যুতের খুঁটির চাপায় রাব্বি (০৭) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেলে উপজেলার লামাতাশি ইউনিয়নের হাজীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
রাব্বি ওই গ্রামর ফরিদ মিয়ার ছেলে এবং স্থানীয় হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।
জানা যায়, মঙ্গলবার বিকেলে হাজীপুর গ্রামের ফরিদ মিয়ার বাড়িতে পুরাতন বিদ্যুতের খুঁটি পরিবর্তন করার সময় খুঁটিটি মাটিতে পড়ে যায়। এসময় খুঁটির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় রাব্বি। পরে স্বজনরা রাব্বিকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা আধুনিক সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক সাইফুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুক আলী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।