চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ১২ কেজি গাঁজাসহ সাইফুল ইসলাম (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।
বুধবার (১৩ ডিসেম্বর) বিকালে উপজেলার গাজীগঞ্জ বাজারের পার্শ্ববর্তী গাভীগাও এলাকা থেকে গাঁজাসহ তাকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী উপজেলার বানিয়াগাও এলাকার শহিদ মিয়ার পুত্র।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে সাইফুল ইসলাম ওই এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই ইকবাল বাহারের নেতৃত্বে একদল পুলিশ গাভীগাও এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে বস্তাবর্তী ১২ কেজি গাজা উদ্ধার করা হয়।