নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ জেলার বানিয়াচঙ্গে বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর উদ্যোগে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে সাড়ে ৭ হাজার টাকা জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
গত বুধবার (২৩ আগষ্ট) দুপুরে জেলার বানিয়াচঙ্গ উপজেলার ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আল-আমিন এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
অভিযানে আইন লঙ্ঘনের দায়ে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপন্য তৈরি ও মিষ্টির মধ্যে মাছি থাকা এবং রাস্তার পাশে ঢাকনাবিহীন খাদ্যপন্য বিক্রির দায়ে অবকাশ রেষ্টুরেন্টকে ১,৫০০ টাকা (স্থান- বানিয়াচং বড় বাজার)খাদ্যপন্যের প্যাকেটের গায়ে উৎপাদন তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ ও মূল্য না থাকার দায়ে মদিনা সুইটকে ৩,০০০ টাকা (স্থান- বানিয়াচং বড় বাজার) মেয়াদ উত্তীর্ণ খাদ্যপন্য বিক্রি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের মূল্য তালিকা না থাকা বিভিন্ন কারনে সৈয়েব ব্রাদার্সকে ১,০০০ টাকা ও ৪. মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে উজ্জল ফার্মেসীকে ২,০০০ টাকাসহ সর্ব মোট ৭,৫০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
সহযোগীতায় ছিলেন জেলা বাজার কর্মকর্তা ইকবাল আশরাফ খান এবং বানিয়াচং থানার পুলিশ।