শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর অধীনে কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন কোর্সে চূড়ান্ত পরীক্ষার ফলাফলে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাংলা কম্পিউটার ট্রেনিং সেন্টারের শিক্ষার্থীরা শতভাগ পাশ করেছে।
চলতি বছরের জানুয়ারী-জুন ও এপ্রিল-জুন সেশনে ১৫ জন ছাত্র/ছাত্রী চূড়ান্ত পরীক্ষায় অংশ নিয়ে সকল শিক্ষার্থী জিপিএ- ‘এ’ পেয়ে পাশ করেছে।
বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ‘বাংলা কম্পিউটার ট্রেনিং সেন্টারের’ পরিচালক কামরুল হাসান।
এর আগে বুধবার (২৩ আগষ্ট) রাত ৯ টার দিকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে স্বল্প মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান সমূহের ফলাফল প্রকাশিত হয়।
প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ মোঃ নাছির উদ্দীন বলেন, ২০১৬ সালের জুন মাসে প্রতিষ্ঠিত হয় ‘বাংলা কম্পিউটার ট্রেনিং সেন্টার’। ইতোমধ্যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর অধীনে এ প্রতিষ্ঠানটি স্বীকৃতি পায়। যার কোড নং- ৬৩০৪৯। প্রতিষ্ঠার পর এ পযর্ন্ত দুইটি ব্যাচ চুড়ান্ত পরীক্ষায় অংশগ্রহন করে শিক্ষার্র্থীরা সাফল্যের সাথে কৃতকার্য হয়েছে। গত সেশনে ২ জন শিক্ষার্থীর ফেল করলেও চলতি সেশনে শতভাগ পাশ করেছে।