স্টাফ রিপোর্টার : বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের অধিভূক্ত প্রতিষ্ঠান ‘বাংলা কম্পিউটার ট্রেনিং সেন্টার’এর বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে শায়েস্তাগঞ্জ গার্লস স্কুল রোডস্থ প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা বাসযোগে শ্রীমঙ্গলের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে বেড়ায়।
তন্মধ্যে গ্র্যান্ড সুলতান, ৭১’ এর স্মৃতি বিজরিত বধ্যভূমি ও সতীষ বাবুর চিড়িয়াখানা ঘুরতে ঘুরতে দিন শেষ।
মধ্যহৃভোজনের আগে বধ্যভূমি মাঠে শিক্ষা সফরে অংশগ্রহনকারী সকল শিক্ষার্থীদের জন্য উন্মোক্ত প্রতিযোগীতা ‘পাতিল ভাঙ্গা’ অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী ইমরান ১ম, তানিয়া ২য় ও মীম ৩য় স্থান অর্জন করে।
বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক কামরুল হাসান ও পরিচানা কমিটির সদস্য বাবুল আহমেদ।