নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেল জংশনে মালবাহি ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেট-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে ।
শুক্রবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জংশনের রেলক্রসিংয়ের কাছে এ ঘটনাটি ঘটে। ফলে শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়।
শায়েস্তাগঞ্জ রেল জংশনের ভারপ্রাপ্ত মাষ্টার মোঃ সাইফুল ইসলাম করাঙ্গীনিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, মালবাহি ট্রেনটি শ্রীমঙ্গল থেকে ছেড়ে চট্টগ্রাম যাচ্ছিল। পথে শায়েস্তাগঞ্জ রেলজংশনে লাইন ক্রস করে ৩ নং লাইনে যাবার সময় একটি বগির চাকা লাইনচ্যুত হয়ে পড়ে।
তিনি বলেন, লাইনচ্যুত বগি উদ্ধার কাজ শুরু হলে দুই ঘন্টা সময় লাগতে পারে বলে ধারনা করা হচ্ছে।