নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার নূরপর ও ব্রাহ্মণডুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৩ জন প্রার্থী। এদের মধ্যে ৮ জনই জামানত হারিয়েছেন।
এরা হলেন, নূরপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোঃ ফজলুল করিম (চশমা)। তার প্রাপ্ত ভোট ২৭৪ ও একই ইউনিয়নের অপর চেয়ারম্যান প্রার্থী সৈয়দ ফুরকান আলী (ঘোড়া)। তার প্রাপ্ত ভোট ৬৭।
বাহ্মণডুরা ইউনিয়নে চেয়ারম্যান পদে জামানত হারিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মোঃ আবু তাহের (ধানের শীষ)। তার প্রাপ্ত ভোট ৬৬৫। এছাড়াও একই ইউনিয়নে চেয়ারম্যান পদে জামানত হারিয়েছেন মোঃ জামাল উদ্দিন (টেবিল ফ্যান)। তার প্রাপ্ত ভোট ৬৫৯। মোঃ জাহাঙ্গীর মিয়া চৌধুরী (চশমা)। তার প্রাপ্ত ভোট ৬১১। আলহাজ্ব গোলাম রব্বানী (অটোরিক্সা)। তার প্রাপ্ত ভোট ৩৬৮। মোঃ টিপু সুলতান (মটর সাইকেল)। তার প্রাপ্ত ভোট ১৭৮ এবং মোঃ হুমায়ন কবির (আনারস)। তার প্রাপ্ত ভোট ১১৭।