বাহুবল প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে গাড়ি চাপায় অজ্ঞাত পরিচয় (৪০) এক পাগল নিহত হযেছেন।
বৃহস্পতিবার (১১ জানুয়ারী) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের বাগানবাড়ী নামকস্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় বিএম ব্রিকসের শ্রমিক দৌলতপুর গ্রামের আনছার আলী বলেন, প্রচন্ড কুয়াশায় সকাল সাড়ে ৭টার দিকে ইটভাটায় যাওয়ার পথে এক ব্যক্তিতে মহাসড়কের পাশে পড়ে থাকতে দেখা যায়।
পরে সকাল ৯টার দিকে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাহুবল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
স্থানীয়রা জানায়, ওই লোকটিকে কয়েকদিন যাবৎ পাগল হিসাবে ঘুরাফেরা করতে দেখা যায়। প্রচন্ড কুয়াশায় কোন গাড়ি তাকে চাপ দিলে তিনি আহত হন।