নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জে দেশের পাঠকপ্রিয় শীর্ষ দৈনিক কালেরকণ্ঠের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযান করা হয়েছে।
পত্রিকার পাঠক ফোরাম শুভ সংঘ বুধবার সকালে হবিগঞ্জ প্রেসক্লাবে র্যালি, কেক কাটা, আলোচনা সভা ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।
শুভ সংঘ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি নাট্যকার রুমা মোদকের সভাপতিত্বে ও কালেরকণ্ঠের জেলা প্রতিনিধি শাহ ফখরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মো. আবু জাহির।
বিশেষ অতিথি ছিলেন-জেলা প্রশাসক মনীষ চাকমা।
আমন্ত্রিত অতিথি ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আলমগীর চৌধুরী, সরকারী মহিলা কলেজের উপাধ্যক্ষ নজমুল হক, প্রেসক্লাব সভাপতি শাবান মিয়া, চেম্বার প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান শামিম, প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমান, সাবেক সাধারন সম্পাদক ইসমাইল হোসেন, জেলা এডভোকেট সমিতির সাধারন সম্পাদক অ্যাডভোকেট লুৎফুর রহমান তালুকদার, প্রেসক্লাব সাধারন সম্পাদক রাসেল চৌধুরী, জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট সুলতান মাহমুদ, মনির হোসেন খান, রোটারী ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রালের প্রেসিডেন্ট শরীফ উল্লাহ, ভিপি জিপি অ্যাডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, শহর সমাজ সেবা কর্মকর্তা আবু নাইম মৃধা, রোটারিয়ান বাদল কুমার রায়, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারন সম্পদক নুর উদ্দিন, যমুনা টিভির প্রতিনিধি প্রদীপ দাস সাগর, ৭১ টিভির প্রতিনিধি শাকিল চৌধুরী, বাংলা নিউজ প্রতিনিধি বদরুল আলম, কালেরকণ্ঠের বাণিজ্যিক প্রতিনিধি টিপু চৌধুরী এবং চুনারুঘাট উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি আব্দুর রাজ্জাক রাজু প্রমুখ।