শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজে লাইটেস স্ট্র্যান্ড নিয়ে স্থানীয় সাবেক ইউপি মেম্বার আব্দুল মন্নান ও আব্দুল হালিম রমিজের পক্ষের লোকদের মাঝে সংঘর্ষের বিরোধ অবশেষে শালিস বৈঠকে নিষ্পত্তি হয়েছে। গত মঙ্গলবার সকাল ১১টায় উক্ত বিরোধ নিষ্পত্তির লক্ষে এক শালিস বৈঠক শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজে ইনসাফ আবাসিক হোটেল এর নিচতলায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উবাহাটা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রজব আলী। প্যানেল চেয়ারম্যান মোঃ চাঁন্দ আলী মেম্বারের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন- উবাহাটা ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এম এ সোবহান, শায়েস্তাগঞ্জ পৌরসভার সাবেক মেয়র এম এফ আহমেদ অলি, বিশিষ্ট মুরুব্বি মোঃ জিতু মিয়া, মোঃ মহসিন তরফদার, মোঃ সৈয়দ আলী মেম্বার, সাবেক ইউপি মেম্বার মোঃ ইউনুছ আলী, মোঃ আব্দুস সালাম, মোঃ আব্দুল মন্নান বাবুল, বিশিষ্ট মুরুব্বি মোঃ আব্দুল গুনি, মোঃ তাহির মিয়া, মোঃ বাবুল মিয়া তালুকদার, মোঃ আব্দুল গুনি তালুকদার, মোঃ ফজলুল হক কাজল, শামীম চৌধুরী প্রমুখ। শালিস বৈঠকে সকল মুরুব্বিগণের মতামতের ভিত্তিতে একমত পোষন করে সভাপতি উভয় পক্ষের মতামত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেন যে, নতুন ব্রীজে এনা কাউন্টার ও সৌদিয়া কাউন্টার ভাংচুরের ক্ষতিপূরণ ও আহতদের চিকিৎসা বাবদ প্রথম পক্ষ আব্দুল মন্নান মেম্বারকে ২০ হাজার টাকা ও ২য় পক্ষ আব্দুল হালিম রমিজকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। উভয় পক্ষ এ সিদ্ধান্ত চূড়ান্ত ভাবে মেনে নেন। এ বিরোধ শালিসে নিষ্পত্তি হওয়ায় স্থানীয় ও এলাকার লোকজনের মাঝে শান্তি ফিরে আসে।