বাহুবল প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় হোসনা আক্তার কলি (২০) নামের এক গৃহবধূ লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।
আজ শনিবার (২৬ আগষ্ট) সন্ধ্যায় উপজেলার নন্দনপুর বাজারে এ ঘটনাটি ঘটে।
নিহত গৃহবধূ উপজেলার নন্দনপুর ইউনিয়নের রাজেরামেশ্বরপুর গ্রামের হেলাল মিয়ার স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে হোসনা আক্তার কলি সন্ধ্যায় বিষপান করে মৃত্যুর কোলে ঢলে পড়ে। খবর পেয়ে সন্ধ্যা ৭টায় পুলিশ লাশ উদ্ধার করেছে।
বাহুবল মডেল থানার এসআই মফিদুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।