1. info@jonomoth.com : admi2017 : জনমত নিউজ
  2. jonomoth24@gmail.com : Jonomoth .com : Jonomoth News .com

হবিগঞ্জে ‘নেশা নয়- হাতে নেই কলম, নেই সুশিক্ষা’ শ্লোগানে মাদক বিরোধী লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিনিধি : জেলা মাদক নিয়ন্ত্রন কার্যালয়ের সহযোগিতায় হবিগঞ্জ শহর সহ জেলার সর্বত্র মাদক নির্মূলে জোরালো অবস্থান নিয়েছে জননন্দিত সংগঠন ‘মাদক বিরোধী শক্তি’র এক ঝাঁক তরুন-তরুনী আর গৃহবধুঁ।

‘নেশা নয়- হাতে নেই কলম-নেই সুশিক্ষা’ এমন শ্লোগানে এগিয়ে চলা ওই উদীয়মান উচ্ছসিত তারুন্য এবার বেছেঁ নিলো হবিগঞ্জ শহরের রাজপথ, সরকারী অফিস-আদালত-শিক্ষা প্রতিষ্ঠান ও রেস্ট্রোরা।

কেন্দ্রীয় মাদক বিরোধী শক্তি’ সংগঠনের নেত্রী চৌধুরী জান্নাত রাখী ও হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাব সভাপতি রফিকুল হাসান চৌধুরী তুহিনের নের্তৃত্বে বৃহস্পতিবার (২৫ জনুয়ারি)সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের অফিস কক্ষে ওরা উপস্থিত হলে সকলকে স্বাগত জানান ডিসি মনীষ চাকমা।

এসময় একই দিন সকাল ১১ টা থেকে বিকেল সাড়ে ৩ টা পর্যন্ত শহরের নানা পেশার মানুষের হাতে মাদক বিরোধী লিফলেট-স্টিকার সেটে দেয়া কার্যক্রম ২য় পর্ব আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিসি মনীষ চাকমা।

পরবর্তীতে মাদক নিয়ন্ত্রন কর্মকর্তা তানভীর হোসাইন, বিশিষ্ট সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন, চৌধুরী জান্নাত রাখী, জেলা আইনজীবি সমিতির সেক্রেটারী এডভোকেট লুৎফুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মশিউর রহমান শামীম, শক্তি সংগঠনের নেতা মোছাব্বির ও মাহমুদের নের্তৃত্বে তরুন-তরুনীরা রাজপথে নেমে নানা পেশার শত শত নারী-পুরুষের হাতে তুলে দেন মাদক নির্মূলে নানা শ্লোগানে ভরপুর লিফলেট। সেই সাথে, যানবাহন ও অফিস-আদালত-রেস্ট্রোরেন্টের দেয়ালে সেটে দেয় ওরা স্টিকার।

পুলিশ-জনতাও তখন তাদেরকে উৎসাহিত করতে একই কার্যক্রমে অংশ নেয়। শেষে সিভিল কোর্ট প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় মাদক বিরোধী এক বিশাল সমাবেশ। এতে বক্তব্য রাখেন উপরোক্ত নের্তৃবৃন্দ।

এদিকে নের্তৃবৃন্দ জানিয়েছেন, মাদক নির্মূলে তাদের প্রত্যাশা পূরন না হওয়া পর্যন্ত এমন কার্যক্রম চলবে জোরেসুরে।

     এই ক্যাটাগরীর আরো খবর