চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাটে তিনব্যাপী উন্নয়ন মেলায় ইনডেভারের আয়োজনে নারী উদ্যোক্তাদের স্টল আগত দর্শনার্থীদের কাছে আকর্ষণীয় ছিল। বিশেষ করে স্টলে নারী উদ্যোক্তাদের শিক্ষামূলক উপকরণ সংগ্রহে ভূমিকা ছিল। গত ১১ জানুয়ারী উন্নয়ন মেলায় নারী উদ্যোক্তা রোশেদা আক্তারের স্টল পরিদর্শন করেন, হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এডঃ মাহবুব আলী, উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের, উপজেলা নির্বাহী অফিসার কাইজার মোঃ ফারাবী, কৃৃষি অফিসার জালাল উদ্দিন সরকার, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ মাসুদুল ইসলাম, সমাজসেবা অফিসার বারীন্দ্র চন্দ্র রায়, মাধ্যমিক শিক্ষা অফিসার শামছুল হক, পল্লী বিদ্যুৎ চুনারুঘাট জোনাল অফিসের ডিজিএম কাজী শওকাতুল আলমসহ আরোও অনেকই। উন্নয়ন মেলার স্টল আয়োজনে সহযোগিতা করে এনজিও ইনডেভার। এ স্টলে নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন প্রশিক্ষণসহ বিভিন্ন উপরকণ ছিল। যা নারী উন্নয়নের অগ্রগতির ভূমিকা পালন করে।