মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ওরসের উদ্দেশ্যে ঘর থেকে বের হওয়া এক নারীর লাশ নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। ওই নারীর নাম সাহেদা বেগম (৩৫)।
শুক্রবার (২৬ জানুয়ারী) রাতে উপজেলার খড়কি গ্রামের অদুরে বগাযান নদী থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।
নিহত সাহেদা বেগম উপজেলার খড়কি গ্রামের মৃত খোরশেদ আলীর মেয়ে।
মাধবপুর থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরগর উপজেলার খান্দুরা দরবার শরিফে ওরসের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন সাহেদা বেগম। পরে তিনি আর ফিরে আসেননি।
এর একদিন পর শুক্রবার রাতে নদীতে লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়।
শনিবার ময়না তদন্ত শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।
এসআই আবুল কাশেম জানান, লাশের গলায় কাপড় প্যাঁচানো ছিল। লাশের ডান চোখে ফোলা জখম রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরুদ্ধ করে তাকে হত্যা করা হয়েছে।