শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ইসলামী একাডেমী এন্ড হাই স্কুলের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের নিয়ে ফেসবুকে অশ্লীল লেখা পোষ্ট করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে রেলওয়ে পার্কিংয়ে এ মানববন্ধনের আয়োজন করে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী।
বিদ্যালয়ের বর্তমান ও সাবেক ছাত্র-ছাত্রীরা রাস্তার দুই পাশে দাড়িয়ে মানববন্ধনে অংশ নেয়। এসময় শিক্ষার্থীদের হাতে বিদ্যালয়ের বহিষ্কৃত শিক্ষক হাবিবুর রহমানের ছবি সম্বলিত বিভিন্ন লেখা ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড রয়েছে। এক পর্যায়ে বহিষ্কৃত শিক্ষক হাবিবুর রহমান কুশপত্তালিকায় আগুন ধরিয়ে দেয় বিক্ষোদ্ধ শিক্ষার্থীরা।
সূত্র জানায়, বিদ্যালয়ের বহিষ্কৃত শিক্ষক হাবিবুর রহমান সম্প্রতি ফেসবুকে ইসলামী একাডেমীর প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের নিয়ে অশ্লীল ভাষায় বিভিন্ন পোষ্ট দিয়েছেন। যা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও মনগড়া। লেখাগুলো বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থীদের নজরে পড়লে হাবিবের বিচারের দাবীতে আজকের মানববন্ধন কর্মসূচি।
মানববন্ধনে বক্তব্য রাখেন- সাবেক ছাত্র শরিফ, লুৎফুর রহমান, মাসুক, শেখ মোঃ জামাল, শাহীন, সামছুদ্দিন সানি, শাহ রনি, বিলাল, সাহাব উদ্দিন, জালাল, মিজান, রাজিব, তুষার, মাহদি হাসান, শিপলু, মোজাহিদুল ইসলাম, আমিরুল ইসলাম মুমিন, মাহী মুনতাসির প্রমুখ।