ষ্টাফ রিপোর্টার : ‘সম্প্রীতি ও সমৃদ্ধির আরেক ধাপ’ এই শ্লোগানকে সামনে নিয়ে ২০১১ সালে ‘আপনজন’ হবিগঞ্জের যাত্রা শুরু। গত ২৭ জানুয়ারি হবিগঞ্জ প্রেসক্লাবে আপনজনের ৬ষ্ঠ বার্ষিক সম্মেলন ২০১৮ইং অনুষ্ঠিত হয়েছে। উক্ত সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ। সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহীনের পরিচালনায় সর্বসম্মতিক্রমে হবিগঞ্জ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীনকে সভাপতি ও সহকারি অধ্যাপক মোঃ তরিকুল ইসলাম হারুনকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট ২০১৮ সালের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি অ্যাডভোকেট কামরুল হাছান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক পোস্টাল কর্মকর্তা শফিকুর রহমান তোফায়েল, কোষাধ্যক্ষ কৃষি ব্যাংক কর্মকর্তা জিতেশ রঞ্জন সূত্রধর, সমাজকল্যাণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সদস্য কৃষি ব্যাংক মোহাম্মদ আব্দুল্লাহ, অ্যাডভোকেট ছগির আহমেদ সাজ্জাদ, রোটারিয়ান বাদল রায়, প্রভাষক মুরশেদ কামাল, বাংলাদেশ ব্যাংকের ডিডি সনজিত কুমার রায়, সহযোগি অধ্যাপক গিয়াস উদ্দিন আহমদ চৌধুরী, সঙ্গীত প্রশিক্ষক মোঃ আবু মোতালেব লেবু, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ কুতুব উদ্দিন, বেসরকারি সংস্থার ব্যবস্থাপক জুলফিকার আলম লাল, আন্তর্জাতিক সম্পাদক অ্যাডভোকেট মীর গোলাম মোস্তফা (ইংল্যান্ড), যুক্তরাজ্য সমন্বয়কারী বিশিষ্ট ব্যবসায়ী মুহিবুর রহমান (ইংল্যান্ড)। এছাড়াও অগ্রণী ব্যাংক লি: এর ব্যবস্থাপক মাধব চন্দ্র রায়কে আহ্বায়ক, জনতা ব্যাংক লি: এর ব্যবস্থাপক মোঃ মকছুদ আলী সদস্য সচিব ও কৃষি ব্যাংক কর্মকর্তা মোঃ আক্তারুজ্জামান সদস্য করে অডিট কমিটি গঠন করা হয়েছে।