চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাটে পুলিশের গুলিতে নিহত সাবেক পৌর কাউন্সিলর ও চুনারুঘাট পৌর যুবদলের সিনিয়র যুগ্ন-আহবায়ক মরহুম ইউনুছ আলীর পরিবারকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা করে কেন্দ্রীয় জাতীয়বাদী পেশাজীবীদল দল। গত বৃহস্পতিবার বিকাল ৪টায় পৌরসভার হাতুন্ডা গ্রামের ইউনুছ আলীর স্ত্রীর হাতে পেশাজীবীদলের নেতৃবৃন্দরা ৫০ হাজার টাকা তুলে দেন। এর পুর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা ছাত্রদলের আহবায়ক সৈয়দ আবু নাঈম হালিমের সভাপতিত্বে ও ১ম সিনিয়ির যুগ্ন-আহবায়ক আজাদ তালুকদারের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পেশাজীবীদলের কেন্দ্রীয় কমিটি সভাপতি আরিফুল ইসলাম জিয়া। বিশেষ অতিথি ছিলেন-চুনারুঘাট পৌরসভার মেয়র মোঃ নাজিম উদ্দিন সামছু, বাংলাদেশ পেশাজীবীদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ মারুফ আহমেদ, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক রুবেল আহমেদ, চুনারুঘাট উপজেলা বিএনপির সেক্রেটারী মোজাম্মেল হক তালুকদার, যুগ্ন-সম্পাদক আজিজুর রহমান কাজল, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সামসুল হক তালুকদার, আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন বাবরু, সদর ইউনিয়ন বিএনপি সেক্রেটারী মোজাহিদ আহমেদ, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আঃ মান্নান রুমন, যুগ্ন-আহবায়ক রফিক তালুকদার ও পৌর ছাত্রদলের সিনিয়ির যুগ্ন-আহবায়ক মঈনুল হাসান চৌধুরী সৌরভ, যুগ্ন-আহবায়ক হুসাইন মোঃ রুবেল প্রমুখ। এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ছাত্রদল নেতা শাহপরান তালুকদার অলি, সিরাজুল ইসলাম সাগর, মারাজ মিয়া, মীর হোসেন, নুর আলী, সাইফুর রহমান সুজন, শাহ মোঃ শরিফ, শাহ নেওয়াজ, ইসলাম উদ্দিন, সাইফুল ইসলাম জুয়েল, আসাদুজ্জামান সোহাগ, এসআই প্রান্ত, ইয়াহিয়া তালুকদার সুজন, মোশাহিদ সরকার, ইমদাদুল রাব্বী, জমির সরকার, ফারুক তালুকদার, আরিফ, তোফাজ্জল, নাঈম, আরমান, শিমুল ও রাব্বী প্রমুখ।