নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জে দলিত জনগোষ্ঠীকে উন্নয়নের মূল ধারায় সম্পৃক্তকরণে রাষ্ট্র ও আমাদের করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে হবিগঞ্জ শহরের কালীবাড়ি রোডের এসডিএম ফাউন্ডেশন কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান মো. নুরুল আমিন ওসমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, জেলা যুব উন্নয়ন অধিদফতরের উপ-পরিচালক ফখরুদ্দীন ফিরোজ।
বিশেষ অতিথি ছিলেন- সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইকবাল নাছির, শহর সমাজসেবা কর্মকর্তা আবু নাঈম মৃধা।বক্তব্য রাখেন আনন্দ রবি দাশ, নৃপেন্দ্র নায়েক, স্বপন সাঁওতাল প্রমুখ।