চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় গণপিটুনিতে অজ্ঞাত চোরের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে উপজেলার চান্দপুর চা-বাগান থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ(ওসি) আজমিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, অজ্ঞাত পরিচয়ে চোর চাগানের একব্যক্তির বাসায় চুরি করতে ঢুকলে লোকজন ধরে ফেলে।
এসময় গণপিটুনিতে চোর মারাত্মক আঘাতপ্রাপ্ত হলে হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।