ষ্টাফ রিপোর্টার : হবিগঞ্জে পুলিশের ব্যারিকেড ও বাধার মুখে বিএনপির বিক্ষোভ মিছিল শহরে বের হতে পারেনি। এ সময় পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক বাকবিতন্ডা সৃষ্টি হয়।
শুক্রবার (৯ ফেব্রুয়ারী) বিকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বিকেলে দলীয় কার্যালয়ে সামন থেকে বের হয়। পুলিশ কার্যালয়ের প্রধান সড়কের ব্যারিকেড সৃষ্টি করে ফলে বিক্ষোভ মিছিলটি শহরে বের হতে পারেনি। এ সময় পুলিশের সাথে দলীয় নেতাকর্মীদের ব্যাপক বাকবিতন্ডা সৃষ্টি হয়।
কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক পৌর মেয়র জিকে গউছ বলেন, মামলা হামলা করে বিএনপির আন্দোলন দমিয়ে রাখা যাবে না। আমাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ ব্যারিকেড সৃষ্টি করে গণতন্ত্রকে ধ্বংস করেছে। তিনি বলেন প্রয়োজনে হাজার হাজার নেতাকর্মী স্বেচ্ছায় কারাবরণ করবো।
পুলিশের ব্যারিকেডে দায়িত্বে থাকা হবিগঞ্জ সদর মডেল থানার ওসি তদন্ত ডালিম আহমেদ জানান, নাশকতার আশঙ্কায় পুলিশ জনগনের জানমালের নিরাপত্তায় তাদেরকে বের হতে দেয়া হয়নি।