নিজস্ব প্রতিনিধি : ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ অভিযান চালিয়ে ছয় ডাকাতকে আটক করেছে। এ সময় গুলিবিদ্ধ হয়েছে দুই ডাকাত। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) ভোররাতে সদর উপজেলার শংকরপাশা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আন্তঃজেলা ডাকাতদলের সদস্য বাহারের বাড়িতে বসে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এমন সংবাদে ভোররাতে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা আক্রমণ শুরু করে। আত্মরক্ষার্থে পুলিশ গুলি ছুঁড়লে বাহার ও ফরহাদ গুলিবিদ্ধ হয়।
এ সময় অন্য ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে ছয়জনকে আটক করে। পরে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
সদর থানার এসআই কামাল আহমেদ জানান, তাদের বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। এর মধ্যে দুইজন ডাকাতি মামলায় সাজাপ্রাপ্তও রয়েছে।” গুলিবিদ্ধদের হাসপাতালে চিকিৎসা চলছে।