নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে শিরিন আক্তার (২০) নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছে।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার আলাপুর গ্রামে বিষপান করে সে।
নিহত গৃহবধূ একই গ্রামের মিজান মিয়ার কন্যা ও একই উপজেলার মুখকান্দি গ্রামের আজাদ মিয়ার স্ত্রী।
তার পরিবার সূত্রে জানা যায়, শিরিন আক্তার শুক্রবার সকালে পরিবারের সকলের অগোচরে বিষপান করে চটপট করতে থাকে। এ সময় পরিবারের লোকচন বিষয়টি আচঁ করতে পেরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
শিরিন আক্তারের ভাই জানান, কি কারণে সে বিষ পান করেছে তা আমরা জানি না।