মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে এসএসসি পরীক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে অাকাশ মিয়া(২০) নামে এক বখাটে কে পুলিশ গ্রেফতার করেছে।
লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলা রাজেন্দ্রপুর গ্রামের সোহেল মিয়ার মেয়ে বঙ্গবীর ওসমানী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী এবারের এসএসসি পরীক্ষার্থী গোবিন্দপুর সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে যাওয়া আসার পথে একই উপজেলার সোয়াবই গ্রামের দুলাল মিয়ার ছেলে আকাশ মিয়া প্রেমের প্রস্তাব দিয়ে উত্যাক্ত করত।
গত ২৭ ফ্রেরুয়ারী ওই ছাত্রী পরীক্ষা শেষে টমটম দিয়ে বাড়িতে যাবার পথে আকাশ সহ তার কয়েকজন সঙ্গী টমটম থামিয়ে ওই ছাত্রীকে জোর পূর্বক তুলে নিয়ে চায়। এ সময় ওই ছাত্রীর বাড়ির লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে আসলে আকাশ ও তার সঙ্গীরা পালিয়ে যায়।
এ ঘটনায় ছাত্রীর মা মোছাঃ নাজমা আক্তার বাদি হয়ে মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ দিলে পুলিশ ঘটনার দিন রাতেই আকাশ কে গ্রেফতার করে ।
বঙ্গবীর ওসমানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহম্মদ এর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি বিষয়টি শুনেছেন।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামী গ্রেফতার হয়েছে।