বাহুবল প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরীতে সনাতন ধর্মের এক যুবক স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছে।
জানা যায়, বাহুবল সদর ইউনিয়নের জারিয়া গ্রামের দিগেন্দ্র গোপ এর পুত্র দিপন গোপ (২৫) ছোট বেলা থেকে পুটিজুরী বাজারে মরহুম হারিছ অাখঞ্জির মালিকানাধীন জনপ্রিয় হোটেল এন্ড রেস্টুরেন্টে চাকুরী করে অাসছিল।
এখানে চাকুরী করা অবস্থায় দিরে দিরে দিপন ইসলাম ধর্মে অাকৃষ্ট হয়ে যায়। এ অবস্থায় সে স্বেচ্ছায় হবিগঞ্জ কোর্টে এফিডেভিট ও সুন্নতে খতনা শেষ করে শুক্রবার জুমুয়ার নামাজের পূর্বে অানুষ্ঠানিক ভাবে পুটিজুরী জামে মসজিদের খতিব মাওঃ জামাল উদ্দিন মুন্সির মাধ্যমে ইসলামী শরিয়া মোতাবেক কলিমা পাঠ করে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে।
পরে জুম্মার নামাজে উপস্থিত মুসল্লিদের সামনে তার নাম রাখা হয় মোঃ অাব্দুর রহমান ( রিপন)।
বর্তমানে সে তার পরিবার পরিজন ত্যাগ করে পুটিজুরী বাজারে ওই রেস্টুরেন্টে কর্মরত রয়েছে।