চুনারুঘাট প্রতিনিধি : জাঁকজমকপূর্ণভাবে চুনারুঘাটের ঐতিহ্যবাহী প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান দক্ষিণা চরণ পাইল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ২০০৭ ব্যাচের শিক্ষার্থীরা ১০ বছর উদযাপন এবং ঈদ পূনর্মিলনী পালন করতে যাচ্ছে। এ উপলক্ষে শিক্ষার্থীরা ইতিমধ্যে সকল ধরণের প্রস্তুতি গ্রহণ করেছে। শিক্ষার্থীরা ঈদের ৩য় দিন ১০ বছর পূর্তি পালন করবে। শিক্ষার্থীরা ইতিমধ্যে নানা আয়োজন সম্পন্ন করেছেন।