চুনারুঘাট প্রতিনিধি: হাজারো মানুষের শ্রদ্ধা আর ভালবাসায় সিক্ত চুনারুঘাট আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি ও সাবেক ব্যকস সভাপতি মরহুম আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়ার পরিবারে বিভিন্ন বিষয়ে খুজ খবর নিয়েছেন শ্রম ও আপিলের ট্রাইব্যুনালের চেয়ারম্যার বিচারপতি আব্দুল হাই। তিনি গত শনিবার বেলা ১২টায় পৌর শহরের বাল্লা রোডের বাস ভবনে মরহুমের পরিবারে সাথে দেখা করতে যান। এ সময় বিচারপতি আঃ হাই আবুল হোসেন আকল মিয়ার মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। এছাড়াও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক বিচারপতির পুত্র মোহাম্মদ আরিফুল হাই রাজীব, চুনারুঘাট থানার ওসি কে এম আজমিরুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী ছালাম তালুকদার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক ইমান আলী, মরহুম আকল মিয়া ভাই, পুত্র নাজমুল ইসলাম বকুল, যুবলীগ নেতা জোনাক আহমেদ, সাজিদুল ইসলামসহ আরও অনেকই। বিচারপতি আব্দুল হাই বলেন বিভিন্ন সামাজিক ও বিচার সালিল কার্যক্রমে আবুল হোসেন আকল মিয়াকে চুনারুঘাটবাসী দীর্ঘদিন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। এছাড়ার প্রশাসনের নিকট আকল মিয়ার হত্যাকারীদের খুজে গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান।