নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার কান্দিপাড়া গ্রামে চায়না রাণী দাস (২৬) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে।
সোমবার বিকেলে বানিয়াচং থানা পুলিশের এসআই সামিউল আলম লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহত চায়না রানী দাস ওই গ্রামের রঞ্জন দাশের স্ত্রী।
জানা যায়, সকালে চায়নার লাশ স্বামীর বাড়ির একটি ঘরে গলায় ফাঁস দেয়া অবস্থায় লাশ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
বানিয়াচং থানার ওসি মো. মোজাম্মেল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বামীর সঙ্গে ঝগড়ার জের ধরে তিনি আত্মহত্যা করেছেন। বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে।