ষ্টাফ রিপোর্টার: চুনারুঘাটের কৃতি সন্তান এ.জেড.এম নুরুল হক সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) এর প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ পেয়েছেন।
গত মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রনালয় থেকে এ সংক্রান্ত এক আদেশ জারী হয়। তিনি চুনারুঘাট উপজেলার ঐতিহ্যবাহী দেওরগাছ গ্রামের বাসিন্দা।
তিনি এর পুর্বে শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০তম ব্যাচের এ কর্মকর্তা অত্যন্ত সৎ, দক্ষ ও কর্মঠ এবং দায়িত্ববান হিসেবে প্রশাসনে পরিচিত।
এর পূর্বে নিষ্ঠার সাথে সিলেট জেলার এডিসি শিক্ষা, এডিসি আইসিটি, এডিসি জেনারেলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি সিলেটের গোলাপগঞ্জ, মৌলভীবাজারের কুলাউড়া ও টাঙ্গাইলের সখিপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেন।