নবীগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার নবীগঞ্জ শহরে রাস্তায় মালামাল রেখে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার দায়ে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ১২ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রেট তৌহিদ বিন-হাসান এ জরিমান আদায় করেন।
সুত্রে জানা গেছে, পৌর শহরের অসাধু ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল রাস্তায় রেখে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছিল। ইতিপূর্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সতর্ক করে দেয়া হলেও তারা কোন কর্ণপাত করেনি। দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে শহরের ওসমানী রোডস্থ রাহাত মেশিনারিজ ৩ হাজার ৫শ, নজির মেশিনারিজ ৪ হাজার, লিপি মেশিনারিজ ২ হাজার, মেসার্স জুয়েল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ২ হাজার এবং অমি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপকে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
নবীগঞ্জ থানার এসআই পলাশ চন্দ্র বিষয়টি নিশ্চিত করেন।