নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটের চাকলাপুঞ্জি চা বাগানে প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে বাদল কর (৪০) নামে এক চা শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় তিন জনকে অাটক করা হয়েছে।
শুক্রবার (২৩ মার্চ) দুপুরে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি চাকলাপুঞ্জি চা বাগান এলাকার মৃত সুভাষ করের ছেলে।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে বাদলের মৃত্যু হয়।
চুনারুঘাট থানার ওসি কে এম অাজমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে বিকেল পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি। তবে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।