রায়হান আহমেদ : যথাযত মর্যাদায় চুনারুঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চুনারুঘাট সাংবাদিক ফোরামের উদ্যোগে শহিদ ব্যধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। গতকাল সোমবার ভোরে উপজেলা পরিষদের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক করেন সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের, সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদ, উপজেলা কৃষকলীগ সভাপতি শাহজাহান চৌধুরী। এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সাংবাদিক ফোরামের সভাপতি আব্দুর রাজ্জাক রাজু ও সাধারণ সম্পাদক খন্দকার আলাউদ্দিন নেতৃত্বে উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক মোঃ রুবেল তালুকদার, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক এসএম শওকত আলী, নির্বাহী সদস্য মোঃ ওয়াহেদ আলী, সদস্য নাজিরুজ্জামান, রিয়াদ ও সাংবাদিক শেখ হারুন।
এদিকে প্রথম প্রহরে চুনারুঘাটের বিভিন্ন সংগঠনের উদ্যোগে শহিদ মিনারে পুষ্পস্তবক করা হয়। প্রথমে উপজেলা প্রশাসন, পরে একাধারে উপজেলা আওয়ামীলী, উপজেলা কৃষকলীগ, উপজেলা তাঁতীলীগ, ছাত্রলীগ, সাংস্কৃতিক সংগঠন ধামালি, পদক্ষেপ গনপাঠাগারসহ আরোও অনেকই। পুষ্পস্তবক অর্পনে উপস্থিত ছিলেন সুপ্রিমকোর্টের আইনজীবী মোস্তাক আহমেদ বাহার, ধামালি সেক্রেটারী মামুন তালুকদার, সহ-সভাপতি মনসুর আহাম্মদ, উপজেলা তাঁতীলীগের আহবায়ক কবির মিয়া খন্দকার, পদক্ষেপ গনপাঠাগারের সেক্রেটারী হুমায়ুন কবির মিলন, অর্থ সম্পাদক মিজানুর রহমান, পৌর কৃষকলীগ নেতা রহমত আলী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক বাকি বিল্লাহ প্রমূখ।