চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে ৬ মাসের সাজাপ্রাপ্ত অাসামী সুজন মাল (৪৫) নামের এক অাসামীকে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ।
মঙ্গলবার (২৭ মার্চ) সন্ধ্যা পৌনে ৬টায় সাতছড়ি জাতীয় উদ্যান থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত অাসামী উপজেলার কাপাই চা বাগানের পরেশ মালের ছেলে।
থানার এসঅাই অলক বড়ুয়ার নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ৬ মাসের সাজা পাঁচ হাজার টাকা জরিমানা প্রাপ্ত এ অাসামীকে গ্রেফতার করা হয়।
চুনারুঘাট থানার ওসি কেএম অঅাজমিরুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, সে দীঘ ১০ বৎসর যাবত পলাতক ছিল।