ষ্টাফ রিপোর্টার : হবিগঞ্জের লাখাই থানা পুলিশের সহকারী উপ পরিদর্শক (এসআই) কাঞ্চন ও বকুল হত্যা মামলার অন্যতম আসামি মো. হাদিছ মিয়া ওরফে কুদ্দুছ মিয়াকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ এপ্রিল) সন্ধ্যায় হবিগঞ্জ শহরের খাজা গার্ডেন সিটির পার্শ্ববর্তী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
লাখাই থানার ওসি বজলার রহমান জানান, ২০১৫ সালে তেঘরিয়ায় দু’দল গ্রামবাসীর সংঘর্ষে ফিকলের আঘাতে মারা যান এসআই কাঞ্চন। পরে পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলার অন্যতম আসামি হচ্ছেন কদ্দুছ মিয়া।
এছাড়াও ২০১৩ সালে দায়ের হওয়া বকুল হত্যা মামলার অন্যতম আসামি সে।
তিনি আরো জানান, কদ্দুছ মিয়া এলাকার পরিচিত সন্ত্রাসী। সে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের মূল হোতা এবং অর্থের যোগানদাতা।