জনমত নিউজ : চুনারুঘাটে খোয়াই নদী থেকে বালু উত্তোলনের পর রাস্তা দখল করে লোড অান-লোড করা হচ্ছে।
উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন পূর্বাঞ্চলের জনসাধারণ।
চুনারুঘাটের খোয়াই নদীর পূর্বপাড়ের পাকুরিয়া নামক স্থানে বালু স্তপ। লোড-অানলোড হয় সড়কেই। পূর্বাঞ্চলের চলাচলের একমাত্র সড়কটি এখন বালু ব্যবসায়ীদের দখলে। ধুলায় বালু খেয়ে প্রতিদিন এই রাস্তা দিয়ে যেতে হয় পথচারীদের। জনসাধারন প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন। ছবিতে যে রাস্তা দেখা যাচ্ছে সেটি ডি,সি,পি হাই স্কুলে যাওয়ার বা খোয়াই নদীর পূর্ব পাড়ের সকল মানুষদের যাতাযাতের প্রধান রাস্তা। কিন্তু বালু নিতে আসা গাড়িগুলো রাস্তা বন্ধ করে বালু তুলছে। পাশাপাশি টাক্ট্রর গুলো হরণ বাজায় ও দ্রুত চলাচল করে। শত শত শিক্ষার্থীদের এতে অসুবিধা হচ্ছে যা দেখার কেউ নেই। কিছু শিক্ষার্থী অভিযোগ করে বলে যে ড্রাইভারদের আস্তে যেতে বললে উল্টা গাড়ি গায়ের উপর উঠিয়ে দিবে বলে।
প্রশাসনের সুদৃষ্টি
ছবি অাজ বিকাল ৪:০০ টা। ভুক্তভোগী এক পথচারির ফেইসবুক থেকে সংগ্রহ।
(সূত্র : চুনারুঘাট সাংবাদিক ফোরাম এর ফেইসবুক পোস্ট থেকে)