ষ্টাফ রিপোর্টার : হবিগঞ্জ-মিরপুর আঞ্চলিক সড়কের মশাজান এলাকায় পিকআপ ভ্যান চাপায় ছাবু মিয়া (৭০) নামের এক পথচারীর নিহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত ছাবু মিয়া সদর উপজেলার আউশপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছাবু মিয়া হবিগঞ্জ শহরে পারিবারিক কাজ শেষে বাড়ি ফেরার পথে হবিগঞ্জ-মিরপুর রোডের মশাজান ঠাকুরবাড়ী নামক স্থানে পৌছলে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী পিকআপ ভ্যান তাকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই সে নিহত হন। এ ঘটনায় বিক্ষুদ্ধ স্থানীয় জনতা প্রায় ১ ঘন্টা সড়ক অবরোধ করে রাখে।
খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার এসআই আব্দুল রহিম ঘটনাস্থল পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। পরে লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরন করে।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক নিহতের বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।