নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচঙ্গ উপজেলার মন্দরী ইউনিয়নের সুনামপুর গ্রামে জমির ধান কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ১০জন আহত হয়েছে।
শনিবার (পহেলা বৈশাখ) সকালে বিরোধপূর্ণ জমিতে আব্দুল নুরের রোপনকৃত পাকা ধান কাটতে যায় শের আলী ও তার লোকজন।
আহতদের গুরুতর অবস্থায় ৩জনকে সিলেট এমএ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
সূত্র জানায়, সুনামপুর শের আলীর সাথে একই গ্রামের আব্দুর নুরের জমি নিয়ে র্দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
এ সময় আব্দুর নুর তার লোকজনদের নিয়ে বাঁধা দেন। পরে এ নিয়ে সংঘর্ষ সৃষ্টি হয়। সংঘর্ষের খবর পেয়ে স্থানীয় মুরুব্বীয়ান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সংঘর্ষে উভয় পক্ষের ১০জন আহত হয়।
আহতদের মধ্যে টেটাবিদ্ধ অবস্থায় আব্দুল হামিদ (৩৫), স্বাধীন মিয়া (১৫), নিপুর মিয়াকে (২০) সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।