চুনারুঘাট প্রতিনিধি : উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি আব্দুর রাজ্জাক রাজুর বসত ঘরে প্রেট্টোল দিয়ে দুর্বৃত্তদের আগুন দেয়ার ঘটনায় মামলা দায়ের হয়েছে। শনিবার সকালে সাংবাদিক রাজু বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যাক্তিদের নামে চুনারুঘাট থানায় এ মামলা দায়ের করেন।চুনারুঘাট থানার মামলা নং ৩০ তাং ১৪/০৪/২০১৮ ইং। গত বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বনগাঁও গ্রামে সাংবাদিক রাজুকে প্রাণে হত্যার উদ্দ্যোশে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়। আগুনে সাংবাদিক রাজুর ব্যবহৃত মোটর সাইকেল পুড়ে যায়। এ সময় তার শিশু সন্তানকে আগুন থেকে অল্পের জন্য রক্ষা করে রাজু। এতে তার হাতের ৪টি আঙ্গুল পুড়ে যায়। রাতেই সে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়। আব্দুর রাজ্জাক রাজু জানান, সম্প্রতি সে এলাকার মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে একাধিক সংবাদ প্রকাশ করে। এতে ক্ষিপ্ত হয়ে মাদক ব্যবসায়ীরা এই ঘটনা ঘটাতে পারে। বৃহস্পতিবার রাতে চুনারুঘাট থানার ওসি কে এম আজমিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শণ করেন। তিনি জানান, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে, সাংবাদিকের বসত ঘরে এ রকম অগ্নিকান্ডের ঘটনার নিন্দা জানিয়েছেন হবিগঞ্জে কর্মরত সাংবাদিকবৃন্দ। অবিলম্বে নাশকতাকারীদের গ্রেফতারের দাবী জানান।