মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার ডা: মহিউদ্দিন উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদের মধ্যে প্রজনন স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা ও স্যানিটারী সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হায়দায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নারী উন্নœয়ন ফোরামের সভানেত্রী উপজেলা ভাইস চেয়ারম্যান এড. সুফিয়া আক্তার হেলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ সৈয়দা ফারহান মাইমুনা, প্রেসক্লাবের সাবেক সভাপতি রোকন উদ্দিন লস্কর, নারী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক সেলিনা আলমাছ, কাউন্সিলর ও নারী উন্নয়ন ফোরামের কোষাধ্যক্ষ ইসরাত জাহান ডলি, সদস্য রোজিনা চৌধুরী, আয়েশা খাতুন প্রমুখ।
পরে প্রধান অতিথি এড. সুফিয়া আক্তার হেলেন নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে ২ শতাধিক নারী শিক্ষার্থীর মধ্যে স্যানিটেশন সামগ্রী তুলে দেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক হামিদুর রহমান।