চুনারুঘাট প্রতিনিধি : নানা আয়োজনে জাঁকজমকপূর্ণভাবে চুনারুঘাটের ঐতিহ্যবাহী প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান দক্ষিণা চরণ পাইল উচ্চ বিদ্যালয় (ডিসিপি) এর প্রাক্তন ২০০৭ ব্যাচের শিক্ষার্থীরা ১০ বছর উদযাপন এবং ঈদ পূণর্মিলনী পালন করেছে। গত সোমবার দিনব্যাপী চুনারুঘাট উপজেলার নালুয়া চা-বাগানের দমধমিয়া লেকে ডিসিপি হাই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে ঈদ পূণর্মিলনী ও ১০ পূর্তি পালন করা হয়। অনুষ্ঠানে আয়োজন ছিল- খেলাধুলা, নাচ-গান, সাতার প্রতিযোগিতা, হাড়ি ভাঙ্গা, বস্তা দৌড় প্রতিযোগিতা, সকল শিক্ষার্থীদের এক কালারে পোষাক, দুপুরের খাবার সহ নানা ধরনের প্রতিযোগিতার আয়োজন ছিল। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পাঠ শেষে কেক কাটার মাধ্যমে এসএসসি ০৭ ব্যাচরে ১০ বছর পূর্তি উদযাপন শুরু হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট পৌর মেয়র নাজিম উদ্দিন সামছু, মেয়র স্ত্রী, প্রবাসী সালাউদ্দিন বাবরু মিয়াসহ আরোও অনেকই। পূণর্মিলনীতে আহবায়ক ছিলেন-সাজিদুল ইসলাম সাজিদ, পরিচালনায় করেন আশরাফুল ইসলাম হাসান ও লিমন। এছাড়াও এসএসসি ২০০৭ ব্যাচের রনি, মহিবুর, হিমেল, মিজান, সুমন, সাদ্দাম, ইয়ামিন, তোয়া, ফারুক তালুকদার, তোফা সুমন, সুহেল চৌধুরী, কিশোর, আনন্দ, শাহিন, রাজিব, পিন্টু, পিয়াস, দেলোয়ারসহ আরোও অনেকই উপস্থিত ছিলেন।