নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়া অজ্ঞাতপরিচয় (৪৫) এক নারীর মহিলার উদ্ধার করেছে পুলিশ।
বুুধবার (২ মে) দুপুরে উপজেলার নূরপুর ইউনিয়নের সুরাবই খাড়ামারা নামক স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়।
জানা যায়, দুপুরে স্থানীয়রা সুরাবই খাড়ামারা নামক স্থানে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাজিদুল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে রেলওয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।